January 21, 2025
আঞ্চলিক

কুয়েটে অনলাইন পেমেন্ট সার্ভিস কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কার্যক্রমসমূহ পূর্ণাঙ্গ অটোমেশনের আওতাভূক্তকরণের অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ফি, লাইব্রেরী ফিসহ অন্যান্য ফি/চার্জ/পেমেন্ট জমা প্রদান কার্যক্রম অটোমেশনের আওতায় আনার জন্য ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এর ফলে শিক্ষার্থীদের বিড়ম্বনা অনেকাংশে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এবং রেজিস্ট্রার জি এম শহিদুল আলম।

পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্্কাছ উদ্দিন পাঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস এর হেড অফ ইঞ্জিনিয়ারিং মোঃ ইফতেখার আলম ইশহাক। এসময় অনুভূতি প্রকাশ এবং  ‘অনলাইন পেমেন্ট সার্ভিস’ এর মাধ্যমে লাইব্রেরী ফি প্রদান করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাজমুল সাকিব ফাহিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *