কুয়েটে অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার বিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার বিধি, অগ্নিকান্ড প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার সহযোগিতায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিঁনি বলেন, আগুন ব্যবহারে সতর্কতা ক্ষতির পরিমান কমিয়ে দেয়। সকলেরই অগ্নিকান্ড এবং এ বিষয়ক প্রশিক্ষণ ও সাধারণ জ্ঞান থাকা আবশ্যক।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আকরাম হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের অর্ধশতাধিক কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।