কুয়েটের সিএসই বিভাগে “ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং ল্যাব” উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনাপ্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক অথরিটির অর্থায়নে “ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং ল্যাব”এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ও সচিব হোসনে আরা বেগম এবং সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ এবং আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক প্রজেক্টের প্রকল্প পরিচালক এ. এন. এম. শফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহŸায়ক ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃআমিনুল হক আকন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।