April 22, 2025
আঞ্চলিকশিক্ষা

কুয়েটের সকল দাপ্তরিক কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

 

খবর বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনার আলোকে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এগতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৬৯তম (জরুরী) সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সেইফ কোয়ারেন্টাইনের লক্ষ্যে আগামী ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন উল্লেখিত সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা এড়িয়ে চলা ও নিরাপদে অবস্থানের জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, এর আগে ১৬ মার্চ বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৮তম (জরুরী) সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ১৯ মার্চ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়, সে মোতাবেক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *