কুয়েটের খানজাহান আলী হলের সম্প্রসারণের নির্মাণ কাজ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের আনুভূমিক সম্প্রসারণের লক্ষে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মধ্যদিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ, খানজাহান আলী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) ড. মীর্জা মোঃ শাহরিয়ার মাসউদ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, খানজাহান আলী হলের আবাসিক শিক্ষার্থী ওয়ালিদ বিন রহমান। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন খানজাহান আলী হলের ইমাম শফিকুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।