কুয়েটের ইইই বিভাগের ’১৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
ইইই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্লান্ট) মোঃ রেজাউল আহসান, ইইই অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।
অনুষ্ঠানে বিদায়ী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করেন এবং অতিথিবৃন্দ বিদায়ী নবীন প্রকৌশলীদের এসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।