কুয়েটের অমর একুশে হলে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অমর একুশে হলে “বার্ষিক প্রীতিভোজ ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হল প্রাঙ্গণে অমর একুশে হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, অমর একুশে হলের সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও অমর একুশে হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।