কুয়েট’র শিক্ষক সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির ‘নির্বাহী কমিটি-২০১৯’ এর নির্বাচন আগামী ৩০ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আগ্রহী শিক্ষকবৃন্দ আগামী ২১ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিতে পারবেন এবং যাচাই-বাছাই শেষে ২১ জানুয়ারি বিকাল ৪টায় যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। বাতিলকৃত নমিনেশনের বিরুদ্ধে ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে আপিল করা যাবে এবং ঐ দিন বিকাল ৩টায় যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে। নির্বাচনে নমিনেশন পেপার প্রত্যাহারের শেষ সময় ২৩ জানুয়ারি বিকাল ৪টা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আইইএম বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী আরিফ-উজ-জামান।