কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসির রায়
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্ত্রীকে হত্যা দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বুধবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের (২৮) খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন তিনি।
ওই আদালতের পিপি আব্দুল হালিম মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ১০ ফেব্রæয়ারি সন্ধ্যায় বাড়িতে কাদের তার স্ত্রী মিলি খাতুনকে (২০) শ্বাশাসরোধ করে হত্যা করেন। তারপর তাকে তিনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর বারান্দায় ফেলে পালিয়ে যান। এ ঘটনায় নিহত মিলির ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় কাদেরের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত শেষে ওই বছর ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি হালিম বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত কাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে। এছাড়া আদালত তাকে এক লাখ কাটা জরিমানা করেছে।