January 15, 2025
জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত মণ্ডলের ছেলে মো. রুবেল ও একই গ্রামের মসলেম মণ্ডলের ছেলে ভাংগন মণ্ডল।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ১৯ অক্টোবর দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকার পদ্মানদী তীরবর্তী মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ রুবেল ও ভাংগনকে আটক করে।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ জানুয়ারি পুলিশ দশজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আটজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *