November 25, 2024
জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হবিবর রহমান (৫০) ও স্ত্রী জোছনা খাতুন (৪২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে গোপন সংবাদে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি অভিযানিক দল জোছনা খাতুনের বাড়ি ঘেরাও করে তল­াশি চালায়। এসময় ঘরের বিছানার নিচ থেকে ৫০ গ্রাম হেরোইনের একটি প্যাকেটসহ হেরোইন মাপার নিক্তি জব্দ করা হয়। পরে জোছনা ও তার স্বামী হবিবরের বিরুদ্ধে মামলা দিয়ে কুমারখালী থানায় সৌপর্দ করা হয়। পরে মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।  দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমামিদের উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় দেন বিচারক।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *