কুষ্টিয়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় এক বৃদ্ধের গলাকাটা লাশ তার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টায় সদর উপজেলার বারখাদা মধ্যপাড়া গ্রামের ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পেশায় তাঁত শ্রমিক নিহত জামাল উদ্দিন (৬৮) স্থানীয় আল্লেক প্রামানিকের ছেলে। স্ত্রী রিনা খাতুনের সাথে ওই বাড়িতে বাস করতেন। তাদের কোন সন্তান নাই বলে জানায় স্থানীয়রা।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, জামালের ঘরে গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।