কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার মোলাতেঘরিয়া ক্যানেলপাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনের ভাষ্য।
নিহত সুজন (৩২) মোলাতেঘরিয়া ক্যানেলপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের একাধিক মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে কুষ্টিয়া মডেল থানা পলিশ।
ওসি নাসির উদ্দিন বলেন, ক্যানেলপাড়ায় ‘দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির’ খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ সেখানে যায়। পুলিশ সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশের দিকেও গুলি ছোড়ে। পুলিশ পাল্টা জবাব দিলে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার পাঁচ পুলিশ সদস্যও এ অভিযানে সামান্য আহত হয়েছেন।