November 24, 2024
জাতীয়

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে থানায়। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলামের ভাষ্য। নিহতরা হলেন- উপজেলার গড়ুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) এবং কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মহাবুল (৪০)। তাদের বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, নিজেদের ‘কোন্দলের জেরে দুই দল ডাকাত’ কাটাদহ মাঠের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে খবর পেয়ে পুলিশের একটি টহল দল ভোরের দিকে সেখানে যায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল­াশি করে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি বলেন, এ অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি এলজি, চার রাউন্ড গুলি, ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *