কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত। গতকাল বুধবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত মো. আনসার আলী (৭০) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগলা বাড়ি গ্রামের বাসিন্দা। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ ফেব্রæয়ারি দুপুরে উপজেলার হোগলা বাড়ি মাঠে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মসুর ক্ষেতে গেলে তাদের প্রতিবেশী আনসার আলী তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কুমারখালী থানায় আনসার আলীর বিরুদ্ধে মামলা করেন। ২০১৭ সালের ২৯ মে পুলিশ অভিযোগপত্র দেয়।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌঁসুলী (পিপি) আব্দুল হালিম বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে সাজা দেওয়া হয়।