কুষ্টিয়ায় পৃথক সড়কে স্কুলছাত্রীসহ নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুর উপেজলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শেহালা মাদ্রাসার সামনে ও সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সরদারের স্ত্রী জহুরা খাতুন (৪২) ও মথুরাপুর এলাকার আব্দুলাহর মেয়ে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী উষা খাতুন (১৪)।
স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি মাটি নিয়ে যাওয়ার সময় পথচারী জহুরাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আর উষা তার চাচা আব্দুল বারেকের মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা আরেকটি ট্রলির ধাক্কায় সে ছিটকে রাস্তায় পড়ে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টলি দুটি আটক করলেও কোনো চালককে ধরতে পারেনি। দুটি লাশই পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান পরিদর্শক আজিজুর রহমান।