কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় একটি ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত। গতকাল রবিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত নয়ন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদের নজরুল ইসলামের ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে নয়ন (ওই সময়ের বয়স ২৫ বছর)। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের কৌঁশুলি পিপি আব্দুল হালিম বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নয়নের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের জুনে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।