কুষ্টিয়ায় দম্পতির লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার কুমারখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তি ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভালুকা পূর্বশা গ্রাম থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান।
এরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিপুল কুমার রায় (২৯) ও তার স্ত্রী ভালুকা পূর্বশা গ্রামের ভরত মণ্ডলের মেয়ে সোহাগী রানী (২৫)। নিহতদের পরিবার জানায়, তিনমাস আগে এই দম্পত্তির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিপুল স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতেন।
বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা ঘরে ঘুমাতে যান। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়।
ওসি বলেন, তারা গিয়ে ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ এবং বিছানার উপর থেকে শোয়া অবস্থায় স্ত্রীর উদ্ধার করেন। প্রাথমিক ভাবে তারা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আরও কিছু আছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।