কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ভটভটির চালক-সহকারী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ভটভটি চালক ও সহকারী নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে ভটভটির চালক শুকুর আলী (৩৫) ও তার সহকারী একই গ্রামের আতাহার আলীর ছেলে মো. আলামিন (১৮)। ৯গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১০ মাইল এলাকায় কুষ্টিয়া-ভোড়ামার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি রেজাইল করিম বলেন, ট্রাকটি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে তারা ট্রাকের চালক বা সহকারী কাউকে ধরতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।