কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাঙা বটতলা এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নওয়াপাড়া গ্রামের দুলা মলিকের ছেলে কারিবুল ইসলাম (৪৫) ও খন্দকবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদ এর ছেলে মুন্নাফ (৫০)।
স্থানীয়রা জানান, আলমডাঙ্গা থেকে মাছ ধরে ভ্যানে করে মিরপুর ফিরছিলেন দুই বন্ধু ভ্যানচালক কারিবুল ও ওয়েল্ডিংকর্মী মুন্নাফ। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া মেহেরপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারীকে ধরতে পারেনি।
ওসি কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করার পাশাপাশি ভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় এনেছে। তবে চালক ও তার সহাকারী পালিয়ে গেছেন। লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।