January 15, 2025
জাতীয়

কুষ্টিয়ায় ট্রলি উল্টে ২ শ্রমিক নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়া সদর উপজেলায় মাটিভর্তি ট্রলি খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক সঞ্জয় কুমার জানান, শনিবার বেলা দেড়টার দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের নান্দিয়া মোড়ে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই ইউনিয়নের বামুন গ্রামের সুলতান মÐলের ছেলে আজিজুল হক (৩৫) ও একই এলাকার লুৎফর মÐলের ছেলে আব্দুর রশিদ (৩০)।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস বলেন, ইটভাটার মাটি আনার জন্য সকালে একটি ট্রলি কয়েকজন শ্রমিক নিয়ে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির নিচে চাপা পড়ে রশিদ নিহত হন।

এ সময় আরও তিন শ্রমিক গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা আড়াইটার দিকে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন বামুনগ্রামের খয়বার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২) ও আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৪)। পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক সঞ্জয় কুমার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *