কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় গৃহবধূ নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও শিশুসন্তান। নিহত সুমি খাতুন (৩০) জেলার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বিপুল হোসেনের স্ত্রী।
ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, গতকাল বিকেলে সুমি আত্মীয়বাড়ি থেকে স্বামী বিপুলের সঙ্গে শিশুসন্তানসহ মোটসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাগগাড়িপাড়া এলাকায় চিনিকলের আখ বহনকারী একটি ট্রলি তাদের ধাক্কা দেয়।
ওসি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, তারা রাস্তার উপরে ছিটকে পড়লে ট্রলি সুমিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বিপুল ও শিশুসন্তান আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।