January 15, 2025
জাতীয়

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে দর্জি খুন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ওমর আলী শেখ (৬০) নামের এক দর্জিকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওমর আলীকে পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাকে উদ্ধার করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওমর আলী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আফসার শেখের ছেলে।

নিহতের ছোট ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে দর্জির দোকান রয়েছে ওমর আলীর। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, কী কারনে ওমর আলীকে হত্যা করা হয়েছে এর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *