কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণে শ্বশুরের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়া ভেড়ামারায় গৃহবধূ ধর্ষণ মামলায় তার শ্বশুরকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দÐিত বিপ্লব দাস (৪৫) ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস (৪৫)। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, বিপ্লব দাস ওই গৃহবধূর স্বামী কুমার বিশ্বাসের পালক বাবা।২০১৯ সালের ২১ মে রাতে বিপ্লব তার ছেলের বউকে ধর্ষণ করেন।
পরদিন বিপ্লব তার ছেলের বউকে তার বাবার বাড়ি ঝিনাইদহে পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ঢাকার নবীনগর এলায় এক আত্মীয়র বাসাতে ১৫দিন আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে বিল্পব।
পরে ওই গৃহবধূ পালিয়ে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। ওই নারীর মা বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ৭ নভেম্বর বিপ্লবের আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ দেয় পুলিশ।