November 24, 2024
জাতীয়

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ায় এক অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এ মামলায় আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্ত আসামি হলেন-জেলার সদর উপজেলার শিবপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে শিপন (২৮) এবং ইদ্রিস আলীর ছেলে রফিকুল আলম ওরফে বাদশা (৪০)।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এ অস্ত্র মামলায় আসামি শিপন ও রফিকুলকে অস্ত্র আইনের দÐবিধি অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদÐের আদেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১১ টায় একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আসামি শিপন ও রফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ইবি থানা এলাকার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাটিতে পুঁতে রাখা একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ অস্ত্র উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-১২-র জেসিও ডিএডি আলী আনছার বাদি হয়ে কুষ্টিয়া ইবি থানায় গ্রেপ্তার দুই আসামি শিপন ও রফিকুলের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের দÐবিধি ১৯-এ ধারায় অভিযোগ এনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালের পহেলা নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *