কুষ্টিয়াতে অটবি লিমিটেড এর নতুন শোরুম উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
জনপ্রিয় ও দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান অটবি লিমিটেড, থানাপাড়া, কুষ্টিয়াত তাদের নতুন শোরুমের যাত্রা শুরু করে ২০ ফেব্রæয়ারি, ২০২০। অটবি লিমিটেডের সিইও সুদীপ্ত গোস্বামী এবং মোঃ তবিবুর রহমান, ডিপিইও, কুষ্টিয়া, শোরুমটি সম্মিলিতভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অটবি লিমিটেড এর হেড অফ সেলস জনাব আহাম্মেদ শুকাইরী এবং প্রতিষ্টানটির অন্যান্য ব্যাক্তিবর্গ। অটবি শোরুমে পাবেন আপনার হোম ও অফিসের আধুনিক ফার্নিচার সল্যুশন।