কুমিল্লায় ‘ডাকাতের’ হাতে বৃদ্ধা নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ডাকাত হত্যা করেছে বলে পুলিশের ধারণা। দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ সরকার জানান, বুধবার সকালে উপজেলার গৌরসার গ্রাম থেকে তারা তার লাশ উদ্ধার করেন। নিহত মোরশেদা বেগম (৭০) ওই গ্রামের মান্নান সরকারের স্ত্রী।
পরিদর্শক রশীদ বলেন, বাড়ির গেইট ও দরজার গ্রিল কাটা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মোরশেদার মুখে গামছা আর হাত-পা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। ডাকাত তাকে শ্বাস রোধ করে হত্যার পর মালপত্র লুট করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।