কুমিল্লায় আদালত কক্ষে ছুরি মেরে হত্যা
কুমিল্লার জজ আদালতে এক আসামি আরেক আসামিকে ছুরি মেরে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ফারুক (২৮) এবং হামলাকারী হাসান দুইজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। একটি মামলায় হাজিরা দিতে তারা এই আদালতে এসেছিলেন বলে কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান।
ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। হাসান একই উপজেলার শহীদুল্লাহর ছেলে।
এই আদালতের পিপি জহিরুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার মনোহরগঞ্জে উপজেলায় ২০১৩ সালের ২৬ অগাস্টের এক হত্যা মামলার আসামি হাসান ও ফারুক। আদালতে তারা হাজিরা দিতে আসেন।
“ওই হত্যার দায় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। পরে আদালত কক্ষে আসামি হাসান অপর আসামি ফারুককে ছুরিকাঘাত করেন। আহত ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ফারুক সেখানে মারা যান।”
একই আদালতের আরেক পিপি নুরুল ইসলাম বলেন, হাসানকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও পুলিশ উদ্ধার করেছে।
ফারুকের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে আছে বলে জানিয়েছেন ওসি সালাহউদ্দিন আহমেদ।