কুমিল্লায় দুই কোটি টাকার ভারতীয় ওষুধ আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুমিলায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার ভারতীয় ওষুধ আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আব্দুলাহ আল ফারুকী বলেন, মঙ্গলবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ল²ীপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দ করা ভারতীয় এসব ওষুধের মূল্য আনুমানিক দুই কোটি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।