কুমিলায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুমিলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন;
এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। সদর দক্ষিণ থানার
এসআই খাদেমুল বাহার জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তাদের থানার
সামনেই এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিলা শহরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার আবদুল
মান্নানের ছেলে সাজেদুর রহমান সান্টু (৩৮) ও চট্টগ্রামের সীতাকুণ্ড
উপজেলার বাবুইহাট এলাকার ছলিম উলার ছেলে রহিম মানিক (৪০)।
এসআই খাদেমুল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী তিনটি
বাস অল্প দূরত্বের ব্যবধানে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটা
মাটিবোঝাই ট্রাক সামনে বাসকে ধাক্কা দেয়। এছাড়া ওই বাসের পেছনে
আরেকটি বাস ধাক্কা দেয়। সেই বাসের পেছনে আবার আরেকটি বাস ধাক্কা
দেয়। এতে সামনের বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এ
দুর্ঘটনায় আরও নয়জন আহত হওয়ায় তাদের কুমিলা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই খাদেমুল।
কুমিলা সদর দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ফরিদ জানান,
মাটিভর্তি একটি ট্রাক লিংক সড়কে মোড় নেওয়ার সময় দ্রুতগতিতে
আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময়
পেছন থেকে আসা শান্তি পরিবহনের বাস হানিফ পরিবহনের বাসটিকে
ধাক্কা দেয়। পরে শান্তি পরিবহনের ওই বাসটিকে শাপলা পরিবহনের একটি
বাস ধাক্কা দেয়।
ওই এলাকার ফিরোজ মিয়া নামে একজন বাসিন্দা বলেন, এই জায়গায় ঢাকা-
চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে বিপুলসংখ্যক মানুষ কুমিলা শহরে যায়। ফলে
গাড়িঘোড়ার ধাক্কায় মানুষ যেমন হতাহত হয় তেমনি বিভিন্ন গাড়ির
সংঘর্ষও হয়।