কুমিলায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুমিলার সদর উপজেলায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার গোলাবাড়ি জালুয়াপাড়া সীমান্ত এলাকায় গোলাগুলির ওই ঘটনায় নিহত আবদুল মালেককে মাদক চোরকারবারি বলছে বিজিবি। মালেক জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপনে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলি হয়।
এক পর্যায়ে এক মাদক বিক্রেতা আহত হলে তাকে উদ্ধার করে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে তলাশি চালিয়ে ২৯ হাজার ৮৬০ টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।