কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবউদ্দৌলার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যলয়ের সভাপতি ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নেসার আলী, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির আহমদ, প্রভাষক আব্দুল গফফার, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুল ইসলাম, অর্পণা রাণী দাশ, নাজনীন আক্তার কেয়া, নব কুমার পাইন, জাহাঙ্গীর হোসেন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা খাতুন, বিদায়ী নাজমুল, ফাহিম, ও সুমাইয়া ইসলাম। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে গ্রহণ ও বিদায়ী শিক্ষার্থীদের চোখের জলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।