November 25, 2024
জাতীয়

কুমারী পরিচয়ে বিয়ে: এক বছরের কারাদণ্ড

নিজেকে মিথ্যা কুমারী পরিচয়ে বিয়ে করে প্রতারণার অভিযোগের মামলায় শাহরীন ইসলাম নীলা (২৪) নামে এক নারীর এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক এ রায় দেন।

পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে আদালত মামলার অপর দুই আসামি নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহআলমকে বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নীলা ঢাকার শাহআলী থানাধীন মিরপুরস্থ ৫৬, চিড়িয়াখানা রোর্ডের শাহ আলমের মেয়ে।

২০১৬ সালের ১৬ জুন খুলনা জেলার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন। মামলাটি আদালত সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরবর্তীতে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন।

মামলায় বলা হয়, আসামি নীলা নিজেকে কুমারী পরিচয়ে ২০১৪ সালের ৩ জুলাই বাদীর সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। বিবাহের পর বাদী জানতে পারেন যে আসামির পূর্বে আরও একাধিক বিবাহ থাকলেও বাদীর সঙ্গে বিবাহের সময় নিজেকে প্রতারণামূলকভাবে কুমারী পরিচয় দিয়েছেন।

এভাবে তিনি কুমারী পরিচয়ে একাধিক বিবাহ করে পরবর্তীতে তালাক দিয়ে দেনমোহরের টাকা আদায় করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *