কিশোরগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ আটক ৪
দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫২ কেজির বেশি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাব। র্যাব ১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, সোমবার রাতে উপজেলার গোছামারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক একজন হলেন কুমিলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের কাদের (৪২)। অন্য তিনজন নারী। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।
র্যাব কর্মকর্তা চন্দন বলেন, গোপন খবর পেয়ে গোছামারা গ্রামের আকবর মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সাড়ে ৫২ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকা জব্দ করা হয়। একই সময় চারজনকে আটক করা হয়। তারা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।