কিশোরগঞ্জে ভ্যান চাপায় কটিয়াদি যুবদল সভাপতি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি নিহত হয়েছেন। কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি নিহত মো. হাবিবুর রহমান রাসেল (৩৮) কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহলার মো. আবদুল গফুরের ছেলে বলে জানিয়েছেন কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার ।
শনিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনায় নিহত রাসেলের স্ত্রী সুরভী আক্তারও গুরুতর আহত হয়েছেন বলে কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনার জানিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরভীকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পারিবারের সদস্যরা জানান, রাসেল কিশোরগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার দুই ছেলে সেখানে একটি মাদ্রাসায় লেখাপড়া করত। সকালে রাসেল মোটর সাইকেলযোগে স্ত্রীকে তাকে বিদ্যালয়ে পৌছে দিতে যাচ্ছিলেন।
পথে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন বলে জানান তারা।
রাসেলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মাসুদ সুমন। শনিবার মাগরিবের নামাজের পর কটিয়াদি হাইস্কুল মাঠে নিহতের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।