কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দিয়েছে আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম সোমবার ১১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। এছাড়া আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে। সাজাপ্রাপ্ত মামুন সদর উপজেলার করমুলী গ্রামের ইসরাঈল মিয়ার ছেলে। জামিনে থাকা মামুন রায় ঘোষণার সময় আদালতে হাজির হননি।
জেলার জজ আদালতের এপিপি আবু সাঈদ ইমাম মামলার নথির বরাতে জানান, ২০০৮ সালের ২২ জুলাই রাতে ইসরাঈলকে তার ছেলে মামুন এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের স্ত্রী রেখা আক্তার ওরফে সুফিয়া বাদী হয়ে মামুনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর ওই বছরের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এপিপি সাঈদ বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত মামুনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। আসামিপক্ষে আইনজীবী ছিলেন এহতেশামুল হক চৌধুরী জুয়েল।
আসামি সম্পর্কে তিনি বলেন, আসামী জামিনে ছিলেন। সকালেও আমার চেম্বারে উপস্থিত থাকায় আদালতে তার পক্ষে হাজিরা জমা দিয়েছি। হয়ত শাস্তির ভয়ে এজলাসে ওঠেননি।