কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের
দক্ষিণাঞ্চল ডেস্ক
নীলফামারীর কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নাসির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিন পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মন্থনা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
জানা গেছে, নিহত যুবক মঙ্গলবার দুপুরে শ্মশান বাজার সংলগ্ন পেট্রল পাম্পে তেল নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ওই পাম্পের অদূরে তার মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর দৌড় দেয়।
কুকুরটিকে বাঁচাতে কষে ব্রেক করায় নাসির উদ্দিন ছিটকে সড়কের ওপর পড়ে গুরুত্বর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।