কিরহাটে উপকারভোগীদের অর্থনৈতিক সুবিধা ভোগে সাজা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে সরকারি হতদরিদ্র কর্মসূচির উপকারভোগীদের নিকট থেকে অর্থনৈতিক সুবিধা নেয়ার অভিযোগে শ্রমিক সর্দার ছত্তার ফকিরকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ২টায় বিশেষ এক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন তাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর (৪৫) ধারায় তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। তিনি এ প্রতিনিধিকে বলেন হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর উপকারভোগীদের যথাযথভাবে পাওনা টাকা বন্টন না করার অপরাধে তাকে এই সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যাক্তি বল্লভপুর গ্রামের বাসিন্দা।