কিরগিজস্তানকে হারিয়ে গ্র“প সেরা বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দু’দলের জন্যই ম্যাচটা ছিল গ্র“প সেরা হওয়ার লড়াই। আর তাতে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। খেলা শুরুর মাত্র ২৯ সেকেন্ডে গোলটি করেন সানজীদা আকতার। শ্রীমতী সরকারের ক্রস কিরগিজ গোলরক্ষক গালকিনা ইরিনার হাত ফসকে গেলে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে সানজীদার ক্রস থেকে ব্যবধান দিগুণ করেন কৃষ্ণা রাণী সরকার। এরপর ৬৯ মিনিটে জাইরিনার গোলে ব্যবধান কমায় কিরগিস্তান। তবে শেষ পর্যন্ত লিগ ধরে রাখার পাশাপাশি গ্র“প সেরা হয়েই মাঠ ছাড়ে আগের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে দেওয়া বাংলাদেশের মেয়েরা।