কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে তিন জন নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
জম্মু কাশ্মীরের দক্ষিণে অবস্থিত নাগ্রোতা এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে নাগ্রোতা এলাকার একটি টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, নাগ্রোতা এলাকায় একটি টোল প্লাজায় একটি ট্রাক আটক করলে বিদ্রোহীরা ট্রাক থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। বন্দুকযুদ্ধের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই বিষয়ে জম্মু কাশ্মীরের পুলিশের সাধারণ পরিদর্শক মুকেশ সিং বলেন, আমরা ওই এলাকায় চতুর্থ সন্ত্রাসীর খোঁজে তল্লাশী চালাচ্ছি। এ ঘটনায় নাগ্রোতা এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।