কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪
জানা যায়, পুলওয়ামার দালিপোরা গ্রামে দেশটির কেন্দ্রীয় পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস ও বিশেষ অভিযান দলের যৌথ নিরাপত্তা অভিযান চলাকালীন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সেসময় পাল্টা গুলি শুরু করে নিরাপত্তা বাহিনী। পরে এক ভারতীয় সৈন্য ও তিন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া আরও দুই সৈন্য ও এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
হামলাকারী সন্ত্রাসীরা জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের সদস্য বলেই ধারণা করছে পুলিশ। স্থানীয় একটি বাড়িতেই তাদের আস্তানা।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর সেখানকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।