কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮
দক্ষিণাঞ্চল ডেস্ক
জম্মু ও কাশ্মীরে গত বৃহস্পতিবার থেকে কয়েকটি বন্দুকযুদ্ধে শিশুসহ ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বার্তাসংস্থা আনাদুলু এজেন্সি জানায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া উত্তরের বিভিন্ন জেলায় জায়গায় সাতজনকে হত্যার কথা নিশ্চিত করেছেন। এ সময় ভারতীয় বাহিনীর এক অফিসার ও দুজন সৈন্যও আহত হন বলে জানান রাজেস কালিয়া। কাশ্মীরের উত্তরের হাজিন এলাকায় রাতভর যুদ্ধে দুই বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে আতিফ মীর নামে ১২ বছরের একটি ছেলেও নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, নিহতরা ওই ছেলেটিকে তার বাড়িতেই জিম্মি করে রেখেছিল। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ বারবার ছেলেটিকে ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও তারা তাকে ছাড়েনি। ভারতীয় পুলিশ বলছে, হাজিনের নিহত দু’জনই লস্কর-ই-তৈয়বার সদস্য এবং পাকিস্তানের নাগরিক।