কাশ্মীরের পুলওয়ামায় ৪ ভারতীয় সৈন্য নিহত
দক্ষিণাঞ্চল ডেক্স
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে এক কর্মকর্তাসহ চার ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে রাজ্যের পুলওয়ামা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চলাকালে তারা নিহত হন বলে এনডিটিভিকে জানিয়েছে পুলিশের কয়েকটি সূত্র।
পুলওয়ামার পিঙ্গলান এলাকায় দুই থেকে তিন জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ। নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেললে কোনঠাসা বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করে।
এ সময় দুপক্ষের গোলাগুলিতে চার ভারতীয় সৈন্য নিহত ও দুই জন আহত হন।
নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর রয়েছেন বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। নিহত জওয়ানরা ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে ছিল এবং গোলাগুলি চলছিল বলে জানা গেছে।
গোলাগুলিতে বেসামরিক এক ব্যক্তিও নিহত হয়েছেন বলে পুলিশের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে।
জম্মু-শ্রীনগর মহাসড়কে এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সেসের (সিআরপিএফ) ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হওয়ার চার দিন পর পুলওয়ামাতেই ফের গোলাগুলির এ ঘটনাটি ঘটল।
এবারের ঘটনাটি বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার স্থান থেকে ছয় থেকে আট কিলোমিটার দূরে ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।