কাশেম মোলার রোগমুক্তি কামনায় পেশাজীবী শ্রমিকলীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগের খুলনা মহানগর সভাপতি বর্ষিয়ান শ্রমিকনেতা আবুল কাশেম মোল্লা গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসায় আছেন। তার রোগমুক্তি কামনায় গতকাল শনিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পেশাজীবী শ্রমিক লীগের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, শাহ আলম শেখ ূর ইসলাম হাওলাদার, কামাল হোসেন, আল আমিন গাজী, আজগর আলী, মোঃ শরীফ মোল্লা, রোকনুজ্জামান রোকন, মোঃ মনির হোসেন, মাসুদ রানা, রাশেদ শেখ, ইউসুফ আলী খান, শহীদুল ইসলাম শহিদ, আব্দুর রাজ্জাক পাঠান, জর্জ এম রায়, রুবেল শেখ, দুলাল হাওলাদার, মোঃ সাইদ হোসেন, উজ্জ্বল হাওলাদার, মোঃ বিদ্যুৎ, ইব্রাহিম, হান্নান তালুকদার, মণ্টু শেখ, সেলিম ফরাজী, আব্দুস সালাম মিঠু, সাজু শিকদার, মামুন শিকদার, হানিফ শেখ, মোঃ সাগর মনির শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রহিম খান।