January 21, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

কাল থেকে খুলছে খুলনা নিউমার্কেট

দ. প্রতিবেদক : আগামীকাল বুধবার হতে খুলনা নিউ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। সকাল ১০টা বিকাল চারটা পর্যন্ত মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সমিতির সভাপতি সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাস নিশ্চিত করেছেন।

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা জানান, ইতোপূর্বে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি এবং পুলিশের দেয়া বিধি বিধান মেনে মালিক সমিতির সদস্যরা দোকান খুলতে সম্মত ছিলেন না। কিন্তু খুলনার অন্য সকল মার্কেট খোলা এবং ঈদ উৎসবের কথা চিন্তা সমিতির সদস্যদের আবেদনে আজ মঙ্গলবার পুনরায় সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় । এই সময় সামাজিক দুরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মেনে বুধবার হতে মার্কেটে সকল দোকান পাট খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও জানান, মার্কেট প্রাঙ্গণে ইতোমধ্যে সামাজিক নিরাপত্তার বজায় রাখতে নকশা করা, গেটে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করে মার্কেটে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে। কোন ক্রেতা ছাড়া অন্য কেউ যাতে অযথা প্রবেশ করতে না পারে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, গত রবিবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদ পর্যন্ত নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু খুলনার অন্যান্য মার্কেট খোলা থাকায় দুদিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ফেলেছে সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *