কালীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ৫৫ পিস ইয়াবাসহ নুরুল তরফদার নয়ন (২২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেচে র্যাব-৬। গতকাল সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র্যাব কোম্পানী কমান্ডার। নুরুল উপজেলার আড়পাড়া নদীপাড় গ্রামের মাঃ জিলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, কালীগঞ্জ কলাহাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৬। মাদক ব্যবসায়ী নুরুল তরফদার নয়নকে গেফতার করে। এসময় নুরুলের নিকট থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(ক) ধারার একটি মামলা করা হয়েছে