কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী মুছা কারিকরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতরা করা হয়। মুসা কারিগর কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের হোসেন কারিকরের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ১৩ সেপ্টেম্বর দুপুরে মুছা কারিকর সাতবসু গ্রামের সাইফুল ইসলামের বাড়ীতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলপড়ুয়া ওই ছাত্রীকে মুখে গামছা পেচিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। পরদিন ১৪ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় স্কুলছাত্রীর চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ধর্ষক মুছা কারিকর ঢাকায় পালিয়ে যায়। ওসি আরো জানান, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে সাভার ব্যাংক কলোনি এলাকার জনৈক আবুল কালামের ভাড়া বাড়ী থেকে তাকে আটক করে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।