কারামুক্ত হলেন বিএনপি নেত্রী নিপুণ রায়
জামিন পাওয়ার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।
শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, গত ২৮মার্চ বিকাল সাড়ে তিনটায় নিপুন রায়ের বাসা রায়েরবাজার থেকে তাকে আটক করা হয়। প্রায় তিন মাস পর হাই কোর্ট থেকে জামিন পেয়ে শুক্রবার তিনি মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কারাফটকে দলীয় নেতাকর্মীরা নিপুন রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।