কারওয়ান বাজারের ব্যবসায়ী করোনায় আক্রান্ত
রাজধানীর কারওয়ান বাজারে কাঁচাবাজার আড়তের একজন ব্যবসায়ী ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাউপট্টির ওই দুই দোকানির করোনা ভাইরাস টেস্টের ফলাফল পজেটিভ আসে। এর ফলে ব্যবসায়ীর আড়ৎ ও বাসা লকডাউন করেছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দু’জনের পরীক্ষা করানোর পর ফলাফল পজেটিভ আসে। বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী পরে কারওয়ান বাজারের লাউপট্টির একটি আড়ৎ ও পাশের একটি ভবন লকডাউন করা হয়েছে। আক্রান্ত দু’জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।