December 23, 2024
জাতীয়

কামরাঙ্গীরচরে হেলে পড়েছে ছয়তলা ভবন

দক্ষিণাঞ্চল ডেস্ক

কামরাঙ্গীরচরে কাজী বাড়ি মোড়ে ছয় তলা একটি ভবন হেলে পড়ার পর বাসিন্দাদের সবাইকে সরিয়ে নিয়েছে পুলিশ। সেই সঙ্গে আশপাশের ভবন থেকেও বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির বলেন, সোমবার বেলা ১২টার দিকে কাজী বাড়ি মোড়ের ওই ভবন নিচতলা থেকে হেলে পড়ার বিষয়টি বাসিন্দারা বুঝতে পারেন। ভাড়াটেরা ভবনে ফাটল দেখতে পেয়ে থানায় খবর দেন।
আমরা জেনেছি, শাহীন নামের এক ব্যক্তি পাঁচ বছর আগে এই ভবন নির্মাণ করেছিলেন। মাস তিনেক আগে তিনি সামাদ নামে আরেকজনের কাছে ভবনটি বিক্রি করে দেন। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছেন বলে জানান ওসি। তিনি বলেন, ভবনটির ঝুঁকি নিরূপণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি দল সেখানে যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *